আগামী ৪ঠা জুলাই হজের প্রথম ফ্লাইট। কেনা টিকিট পরিবর্তন করতে হলে সর্বোচ্চ ৩শ ডলার পর্যন্ত বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। আর যাত্রা বাতিল করলে টিকিটের অর্থ ফেরত যোগ্য নয়।
এদিকে আগামীকাল থেকে চালু হচ্ছে হজ অ্যাপ। হজ সংক্রান্ত ফ্লাইটের সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপে।
বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফরহাত জামিল জানান, ‘যাত্রার তারিখ যদি কেউ পরিবর্তন করতে চান, ২৪ ঘন্টা পূর্বে যদি আপনারা জানান তাহলে দুইশত মার্কিন ডলার আমাদেরকে দিতে হবে। আর ২৪ ঘন্টার কম সময় হলে ৩০০ মার্কিন ডলার দিতে হবে। এছাড়া নির্ধারিত ফ্লাইটে না গেলে উক্ত টিকিটের অর্থ ফেরতযোগ্য হবে না।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**