আইসিসি বিশ্বকাপে আজ দিনের একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। চেস্টার-লি-স্ট্রিটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ওয়েস্ট ইন্ডিজের ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে। সাত ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তারা নবম অবস্থানে আছে। অন্যদিকে, শ্রীলঙ্কার বিদায়ও প্রায় নিশ্চিত। সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তারা সপ্তম অবস্থানে রয়েছে।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত ও দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর শ্রীলংকা বর্তমান আসরে বেশ চাপের মধ্যে আছে। তবে গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে তারাও সেমিফাইনালের দৌঁড়ে এক ধাপ এগিয়ে যায়। কিন্তু শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়ে আবারো পিছিয়ে পড়ে ১৯৯৬ সালে বিজয়ীরা।
এখন শ্রীলঙ্কার সামনে সমীকরণ হলো, লিগ পর্বে বাকি দুই ম্যাচেই তাদের জিততে হবে। সেই সাথে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডকে হারতে হবে এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হতে হবে। তারপরও আসবে নেট রান রেটের হিসাব। কিন্তু এতো কঠিন সমীকরণ কি মিলবে?
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে মাত্র ২০৩ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দলটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা যদি ইতিবাচক খেলতে পারে তবে জয় সম্ভব। নিজেদের ওপর সবচেয়ে আগে আস্থা আনতে হবে। আশা করছি, এতেই পার্থক্য গড়া সম্ভব।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**